Logo
Logo
×

খেলা

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন তামিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন তামিম

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) তে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে তার দ্রুত আরোগ্য কামনা করছেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও আশা প্রকাশ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সব শঙ্কা দূর করে আবার হাসিমুখে ফিরবেন।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তামিম ইকবাল লিখেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’ 

বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সর্বশেষ মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসার সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ড. ইউনূসের এই মানবিক ও সৌজন্যপূর্ণ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম