পাকিস্তানের লিগে খেলতে ভারতকে ‘না’ বললেন ধোনি-কোহলির সতীর্থ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট ক্রিকেটার ফাফ ডু প্লেসি নিশ্চিত করেছেন যে তিনি ২০২৬ সালের এইচবিএল পাকিস্তান সুপার লিগের একাদশ আসরে খেলবেন। শনিবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘোষণা দেয়।
১৪ বছর আইপিএলে খেলার পর এবার নতুন অভিজ্ঞতা নিতে পিএসএলে যোগ দিচ্ছেন তিনি। আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন।
পিসিবির বিবৃতিতে ডু প্লেসি বলেন, ‘এই বছর আমি পিএসএল–১১ এ খেলার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। একজন ক্রিকেটার হিসেবে এগিয়ে যেতে এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে। এতে আমি কাছ থেকে আরেকটি লিগকে দেখার সুযোগ পাব।’
তিনি আরও বলেন, ‘পিএসএল প্রতিভা ও আবেগে ভরপুর একটি টুর্নামেন্ট। পাকিস্তানের ঐতিহ্যবাহী আতিথেয়তা ও উন্মুখ দর্শকদের সামনে খেলতে আমি অপেক্ষায় আছি।’
ডু প্লেসি সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালে। ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে এবং সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে।
তার আইপিএল ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ। ২০১২ আইপিএল থেকে তিনি লিগটিতে খেলছেন। সেখানে তিনি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেছেন ৭ মৌসুম। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও খেলেছেন ৩ মৌসুম। তবে এবার আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিলেন তাদের সাবেক এই সতীর্থ।
