Logo
Logo
×

খেলা

ডু প্লেসিস, মঈন আলীর পর ম্যাক্সওয়েলের আইপিএল ছাড়ার ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

ডু প্লেসিস, মঈন আলীর পর ম্যাক্সওয়েলের আইপিএল ছাড়ার ঘোষণা

আইপিএলের ১৯তম সংস্করণের নিলামে অংশ নেবেন না অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ১৯তম সংস্করণের নিলামে অংশ নেবেন না বলে ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়ে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, এটি তার জন্য একটি ‘বড় সিদ্ধান্ত’, তবে তিনি আইপিএলকে প্রদত্ত সব সমর্থনের জন্য কৃতজ্ঞ।

ম্যাক্সওয়েল লিখেছেন, ‘আইপিএলে অনেক অমূল্য মুহূর্ত কাটানোর পর, আমি এই বছর নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আইপিএল আমাকে একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। আমি ভাগ্যবান যে বিশ্বমানের সহকর্মীদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, অসাধারণ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছি এবং এমন দর্শকের সামনে পারফর্ম করেছি, যাদের উত্সাহ অনন্য।’

তিনি আরও যোগ করেন, ‘ভারতের স্মৃতি, চ্যালেঞ্জ এবং এনার্জি আমার সঙ্গে চিরকাল থাকবে। বছরের পর বছর ধরে যে সমর্থন পেয়েছি তার জন্য ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে।’

আইপিএলে ম্যাক্সওয়েল মোট চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন — মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস এবং পাঞ্জাব কিংস। 

ম্যাক্সওয়েলের এই ঘোষণার কয়েকদিন পর সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মঈন আলী পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাচ্ছেন, আইপিএলের পরিবর্তে।

মঈন আলী বলেন, ‘পিএসএল-এর নতুন যুগে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত উত্তেজিত। এই লীগটি বিশ্বের সেরা টি২০ ক্রিকেট প্রদানের ক্ষেত্রে নিজস্ব খ্যাতি অর্জন করেছে, যেখানে প্রতিটি দলে রয়েছে বিশ্বমানের প্রতিভা।’

ফাফ ডু প্লেসিস বলেন, ‘এবার আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছি এবং আগামী পিএসএল মৌসুমে খেলব। এটি আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ পদক্ষেপ — নতুন অভিজ্ঞতা অর্জন এবং একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করার সুযোগ।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম