Logo
Logo
×

খেলা

সুখবর পেলেন মোস্তাফিজ-ইমন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

সুখবর পেলেন মোস্তাফিজ-ইমন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম খেলায় হেরে ব্যাক ফুটে চলে যায় বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে টানা জিতে সিরিজ জয় নিশ্চিত করে আইরিশরা। 

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার পারভেজ হোসেন ইমন।

আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজুর রহমান। দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই পেসার। ধারাবাহিক পারফরম্যান্সে ব্যাটারদের মধ্যে ২১ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন।

বুধবার যথারীতি প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন মুস্তাফিজ। বোলারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের আরও কয়েকজন। ব্যাটারদের মধ্যেও এগিয়েছেন অনেকে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে মোস্তাফিজ। ক্যারিয়ার সেরা পঞ্চম স্থান থেকে তিন ধাপ দূরে তিনি।

দ্বিতীয় ম্যাচ তিনটি ও সবশেষ লড়াইয়ে একটি উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছেন শেখ মেহেদি হাসান। চতুর্দশ স্থানে আছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। প্রথম ও তৃতীয় ম্যাচ খেলে মোট ৪ শিকার ধরে লেগ স্পিনার রিশাদ হোসেন উন্নতি করেছেন ৫ ধাপ, অবস্থান ১৫তম।

সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে কোনো উইকেট না পেলেও পাঁচ ধাপ অগ্রগতি হয়েছে নাসুম আহমেদের। বাঁহাতি এই স্পিনার আছেন ২৫তম স্থানে। ওই দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে পেসার তানজিম হাসান দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম