Logo
Logo
×

খেলা

ব্রাজিলের গ্রুপে সেই মরক্কো, ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ এএম

ব্রাজিলের গ্রুপে সেই মরক্কো, ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা

ফাইল ছবি

২০২২ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ফাইনাল থেকে হাতছোঁয়া দূরত্বে চলে এসেছিল মরক্কো। সেই আফ্রিকান সিংহরা এবার আরও দাপট দেখিয়ে চলে এসেছে বিশ্বকাপে। হারিয়ে দিয়েছিল স্পেন-পর্তুগালের মতো জায়ান্টদের। এবার তারা পড়েছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে। ২০২৬ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে। 

লিওনেল মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে জে গ্রুপে। সেই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডান। কাগজে কলমে দল তিনটি বেশ সহজই বলা চলে।

ওদিকে ব্রাজিল আছে প্রতিযোগিতার সি গ্রুপে। ব্রাজিল বিষয়টাকে পয়ামন্ত ভাবতেই পারে। শেষ দুই বিশ্বকাপে শিরোপা জিতেছিল ফ্রান্স আর আর্জেন্টিনা, দুটো দলই ছিল এই সি গ্রুপে। 

তাদের গ্রুপে আফ্রিকান সিংহ মরক্কো থাকলেও গ্রুপটা খুব একটা কঠিনও নয়। ইউরোপীয় বাছাইপর্বের শেষ দিনে বিশ্বকাপে আসা স্কটল্যান্ড আছে তাদের গ্রুপে, অন্য দলটি হলো হাইতি। 

পর্তুগালের কে গ্রুপে আছে কলম্বিয়া, উজবেকিস্তান, আর ১ নম্বর ফিফা বাছাই দল। ওদিকে জার্মানির ই গ্রুপে তাদের সামনে আছে কুরাসাও, আইভরি কোস্ট আর ইকুয়েডর। স্পেনের এইচ গ্রুপ সৌদি আরব আর উরুগুয়েকে নিয়ে মৃত্যুকূপ হওয়ার সম্ভাবনা জাগিয়েছিল, তবে শেষ মুহূর্তে কেপ ভার্দেকে পেয়ে যায় স্পেন। 

গ্রুপ পর্ব থেকে দুই শীর্ষ দল তো উঠবেই, সেরা ৮টি তৃতীয় দলও নকআউটে যাবে। ফলে গ্রুপ পর্বের লড়াইয়ের ঝাঁজটা কিছুটা হলেও কমে যাবে বলে আঁচ করা যাচ্ছে।

এক নজরে বিশ্বকাপের সব গ্রুপ

গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম