সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ বিশ্বকাপের গ্রুপ সি তে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে পড়েছে মরক্কো। ড্র অনুষ্ঠান শেষে মরক্কো জাতীয় দলের কোচ ওয়ালিদ রেগরাগি জানালেন, শক্ত প্রতিপক্ষের সঙ্গেও তিনি ভয় পাচ্ছেন না। বরং শুরুতেই ব্রাজিলের মুখোমুখি হওয়াকে তিনি চ্যালেঞ্জ ও সুযোগ হিসেবে দেখছেন।
রেগরাগি বলেন, ‘আমরা টুর্নামেন্টের শুরুতেই এক ফেভারিট দলের বিপক্ষে খেলছি। আর তারাও শুরুতে এক ফেভারিট দলের বিপক্ষে খেলবে।’ তার ভাষায়, এই ম্যাচ মরক্কোর আত্মবিশ্বাস ও সাম্প্রতিক সাফল্যেরই প্রতিফলন।
তিনি জানান, মরক্কো জানে তাদের সামনে কঠিন প্রতিপক্ষ আছে। তবে ‘ব্রাজিল মানেই ব্রাজিল’, এই কথাটি স্মরণ করিয়ে রেগরাগি আরও বলেন, কার্লো আনচেলোত্তির মতো অভিজ্ঞ ও দারুণ একজন কোচ এখন ব্রাজিল দলের দায়িত্বে। তিনি বলেন, ‘তারা বিশ্বের সেরা কোচদের একজনকে নিয়েছে। তিনি দলে শান্তি ও স্থিরতা আনবেন।’
তবুও মরক্কো কোচ হাল ছাড়ছেন না। তিনি জানান, তার দল প্রস্তুত এবং তারা নিজেদের সেরাটা দিতে চায়। রেগরাগি বলেন, ‘আমরা চেষ্টা করব কাজটি কঠিন হলেও তা করতে। আমরা চেষ্টা করব আমাদের সমর্থকদের গর্বিত করতে।’
২০২২ বিশ্বকাপে ঐতিহাসিক সেমিফাইনাল খেলা মরক্কো এবারও নিজেদের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে চায়। ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ তাই তাদের সামনে বড় পরীক্ষা, আর রেগরাগি সেটিকে দেখছেন দারুণ এক সুযোগ হিসেবে।
