Logo
Logo
×

খেলা

সিরিজ জয়ে ভারতের টার্গেট ২৭১ রান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

সিরিজ জয়ে ভারতের টার্গেট ২৭১ রান

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। এমন সমীকরণের ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের সেঞ্চুরির পরও ২৭০ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

শনিবার বিশাখাপত্তনমেতে ডা. রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারান রায়ান রিকেলটন। দ্বিতীয় উইকেটে এরপর অধিনায়ক টিম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ১৩১ বলে ১১৩ রানের জুটি গড়েন ওপেনার কুইন্টন ডি কক।

এরপর ৮৫ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট। ২১তম ওভারের শেষ বলে দলীয় ১১৪ রানে ৬৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে ফেরেন বাভুমা। ২৩ বলে ২৪ রান করে ফেরেন ম্যাথু ব্রিটজেক। ৩ বলে মাত্র ১ রানে ফেরেন এইডেন মার্করাম। ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ডি কক ফেরেন দলীয় ১৯৯ রানে।

এরপর ডেওয়াল্ড ব্রেভিস, মার্কু জেনসেন, করবিন বোস, লুঙ্গি এনগিডিরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ৯.৫ ওভারে ৬৬ রানে ৪ উইকেট শিকার করেন প্রসিদ্ধ কৃষ্ণা।

সিরিজের প্রথম ওয়ানডেতে রাঁচিতে রেকর্ড ৩৪৯ রান করে ১৭ রানে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে রায়পুরে রেকর্ড ৩৫৮ রান করেও জিততে পারেনি ভারত। স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে প্রোটিয়ারা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যারাই জিতবে সিরিজ জয় তারা নিশ্চিত করতে পারবে।

তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় স্বাগতিক ভারত। আজ ওয়ানডে ম্যাচে হেরে গেলে নব্বই দশকের পর ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ হাতছাড়া করবে টিম ইন্ডিয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম