আদৃতের সেঞ্চুরিতে শ্রীলংকাকে হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আদৃত ঘোষের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। ৭৮ রানের জয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন আদৃত ঘোষ।
আদৃতের সেঞ্চুরিতে চট্টগ্রাম স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শ্রীলংকার যুবাদের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১৩৮ বলে ১০৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি।
দুর্দান্ত ইনিংসটির জন্য পরে ম্যাচসেরাও হয়েছেন এই ওপেনার। বড় সংগ্রহে বাংলাদেশের হয়ে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন নাঈম (৩২), আকাশ (৩৯) ও সৌরভ (৩২)। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন হিমারু।
২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন ফার্নান্দো।
বাংলাদেশের একটি করে উইকেট নিয়েছেন আকাশ রায়, আকাশ, মাহিনুজ্জামান মহাবীর, ফাইয়াজ আরিব, জারিফ সিয়াম, মোহাম্মদ ইফতেখার, রাকিবুল হোসেনরা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আগামী ৯ ডিসেম্বর। আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১২ ডিসেম্বর।
