|
ফলো করুন |
|
|---|---|
গত বছর ভারত সফরে জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। গেল বছরের ৫ আগস্টে দেশের পট পরিবর্তনের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার।
আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে মাগুরা-১ আসন থেকে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে বিতর্কিত হন সাকিব। আওয়ামী লীগের পতনের পর দেশে ফেরার সাহস পাচ্ছেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। যে কারণে বিদেশে বিভিন্ন লিগে খেলছেন।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। ফলে আমি প্রথমবার এই ব্যাপারে মুখ খুলতে যাচ্ছি। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এবং অবসর নেওয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। এটাই আমি চাই।’
ক্যারিয়ারে শেষ সিরিজে ভালো করলে খেলা চালিয়ে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘না একদমই না। প্লেয়াররা কোনো কথা বললে নিজেদের কথায় অটল থাকাটা জরুরি। দ্রুত নিজেদের কথা বদলে ফেলে না কেউ। আমি খারাপ খেলি বা ভালো খেলি ব্যাপার না। পরের সিরিজে আমি খারাপও করতে পারি। আমার ইচ্ছা হচ্ছে সমর্থকদের কিছু ফিরিয়ে দেওয়া যারা সবসময় আমাকে সমর্থন করে গেছে। একটি হোম সিরিজ খেলে তিন ফরম্যাটের, আমি বিদায় জানাতে চাই।’
ব্যাটিং না বোলিং কোনটি বেশি উপভোগ করেন সাকিব? সাকিবের উত্তর, ‘ব্যাটিং বেশি উপভোগ করি কারণ এটা নিয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমার বেশি সাফল্য এসেছে বোলিংয়ে।’
বাংলাদেশে স্বাভাবিক জীবন নিয়ে সাকিব বলেছেন, ‘আসলে আমি স্বাভাবিক জীবন (নরমাল লাইফ) চাইনি কখনও। আমি সেখানে স্বাভাবিক জীবনেই ছিলাম। অনেক বেশি বন্ধু কোনোকালেই আমার ছিল না। আমি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। আমি যখন অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলি, আমার কোচ বলেছিলেন তুমি একদম জাতীয় দলে খেলবে। তখন কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যেতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে না। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ফলে আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। ফলে আমার লাইফ সেখানে (বাংলাদেশে) নরমালই ছিল। বিশেষ করে যখন আমার বাড়িতে (মাগুরায়) যেতাম, একদম স্বাভাবিক জীবন ছিল। সেখানে বাইরে যেতাম, তারা আমাকে বলত, এই ফয়সাল এখানে এসো। এ কারণেই মাগুরাকে অনেক পছন্দ করতাম।’
বর্তমান জীবন নিয়ে সাকিব বলেছেন, ‘নিউইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই অনেক বাংলাদেশির সাথে, চাইলে পারি, একা থাকতে চাইলে সেটাও পারি। এটাই বড় ব্যাপার।’
বাংলাদেশে ফিরতে চান? জবাবে সাকিব বলেছেন, ‘অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশে ফিরে যাব।’
