৩ লাল কার্ড দেখে রিয়াল মাদ্রিদ এবার হারল নিজেদের মাঠে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের প্রথম হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। ৩ খেলোয়াড় লাল কার্ড দেখেন এই ম্যাচে, শেষ পর্যন্ত রিয়াল ২-০ গোলে হেরে যায় সেল্টা ভিগোর কাছে। ফলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও বাড়ল তাদের।
রিয়ালের এমন দুর্যোগ প্রথমার্ধে আঁচ করা যায়নি। একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিল, বিরতিতে গিয়েছিল অপরিবর্তিত স্কোরলাইন নিয়ে।
তবে পরিস্থিতিটা বদলে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। গোল খায় রিয়াল। ৫৪ মিনিটে উইলিয়ট সোয়েডবার্গ পেনাল্টি বক্সের ভেতর থেকে দারুণ এক ফ্লিক শটে সেল্টাকে এগিয়ে দেন।
এরপর ৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন আলভারো কারেরাস। মাঠে না নামলেও রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখতে হয় ব্রাজিল ফরোয়ার্ড এনদ্রিককেও। কোচ শাবি আলনসোও দেখেন হলুদ কার্ড। রিয়াল যখন নয় জনের দলে, তখনই পাল্টা আক্রমণে সোয়েডবার্গ আবার গোল করে ব্যবধান বাড়িয়ে দেন।
লা লিগায় রিয়ালের এটি দ্বিতীয় হার। এর আগে সেপ্টেম্বর মাসে আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল। নভেম্বরে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে লিভারপুলের মাঠেও হেরেছিল দলটি।
এই হারে কোচ শাবি আলনসোর দল বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়ল। শনিবার রিয়াল বেতিসের মাঠে বার্সা ৫-৩ ব্যবধানে জিতেছে। রিয়াল এখন তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে আছে, ভিয়ারিয়ালের আবার একটি ম্যাচ হাতে।
