লিভারপুলে ভবিষ্যৎ অনিশ্চিত, সালাহর বিস্ফোরক অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় সন্দেহ তৈরি করেছেন মোহামেদ সালাহ। লিডসের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে বেঞ্চে রেখে দেওয়ার পর তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন, তার সঙ্গে কোচ আর্নে স্লটের সম্পর্ক ভেঙে গেছে।
এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে স্লট তাকে দলে রাখেননি। লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে মাত্র চারটি জয় পেয়েছে। এমন সময় সালাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আরও আলোচনার জন্ম দিয়েছে।
২০১৭ সালে রোমা থেকে যোগ দেওয়ার পর থেকে সালাহ লিভারপুলের হয়ে ২৫০ গোল করেছেন। ক্লাবের ইতিহাসে মাত্র দুইজন খেলোয়াড় তার চেয়ে বেশি গোল করেছেন। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ জয় এবং ২০২০ সালে ৩০ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে সালাহ বড় ভূমিকা রেখেছিলেন।
গত মৌসুমে স্লটের প্রথম বছরেই তিনি দারুণ খেলেছিলেন। সেই পুরস্কার হিসেবে এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি পান। কিন্তু এই মৌসুমে সালাহ সেই ছন্দে নেই। ১৯ ম্যাচে তার গোল মাত্র পাঁচটি। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলে হারের পর ধৈর্য হারান স্লট। এরপরই তাকে বেঞ্চে পাঠানো হয়।
লিভারপুল গ্রীষ্মের মৌসুমে ৩০০ মিলিয়ন পাউন্ড খরচ করে ফ্লোরিয়ান ভের্টজ, হুগো একিতিকে আর আলেকজান্ডার ইসাককে দলে এনেছে। নতুনদের জায়গা করে দিতে স্লট সালাহকে সরিয়ে রাখছেন বলেই মনে করা হচ্ছে।
সালাহ বলেন, ‘আমি বেঞ্চে বসে আছি, জানি না কেন। মনে হচ্ছে ক্লাব আমাকে বলির পাঁঠা বানিয়ে দিয়েছে। আমার মনে হয় খুব পরিষ্কার, কেউ আমাকে দায়ী করতে চায়।’ তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, কোচের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করেই সম্পর্ক নেই। কেন জানি না। কিন্তু আমার মনে হচ্ছে, কেউ আমাকে এখানে রাখতে চায় না।’
অল্প দিনের মধ্যেই সালাহ আফ্রিকান কাপ অব নেশন্সে যোগ দিতে দল ছাড়বেন। তার আগে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ এবং ঘরে ব্রাইটনের বিপক্ষে খেলতে পারে লিভারপুল। সালাহ ইঙ্গিত দিয়েছেন, ব্রাইটনের ম্যাচটা হয়তো তার অ্যানফিল্ডে শেষ ম্যাচ হতে পারে। তিনি বলেন, ‘আমি অ্যানফিল্ডে শেষ ম্যাচটা খেলব। তারপর আফকনে যাব। সেখানে গেলে কী হবে, জানি না।’
দীর্ঘদিন ধরেই সৌদি প্রো লিগকে সালাহর পরবর্তী গন্তব্য হিসেবে ভাবা হচ্ছে। আরব বিশ্বে সালাহর জনপ্রিয়তা বিশাল। তার মতো আইকনকে দলে ভেড়ানো সৌদি লিগের জন্য বড় ব্যাপার হবে। আর্থিক দিক থেকেও সৌদি ক্লাবগুলো তার বর্তমান বেতনের সমান বা বেশি দিতে পারে। লিভারপুলও বড় অঙ্কের ট্রান্সফার ফি পেলে রাজি হতে পারে।
টানা খারাপ ফলের কারণে সমর্থকদের আস্থা কমছে স্লটের ওপর। লিগে লিভারপুলের অবস্থান অষ্টম। তবু চ্যাম্পিয়নস লিগের টপ ফোর থেকে তারা মাত্র দুই পয়েন্ট দূরে। তবে সালাহর এই মন্তব্যে স্লটের ওপর চাপ আরও বেড়ে গেছে।
