বিশ্বকাপের ৬ মাস আগে বড় সিদ্ধান্ত নিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আগের তিন বিশ্বকাপে ব্রাজিলের প্রাণভোমরা ছিলেন নেইমার। তবে ২০২৬ বিশ্বকাপে তার খেলা নিয়েই আছে শঙ্কা। তার প্রধান কারণ হচ্ছে তার চোট। সেই বিশ্বকাপের ৬ মাস আগে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন নেইমার।
আজ সকালে ক্রুজেইরোর বিপক্ষে নিজেদের লিগের শেষ ম্যাচ খেলেছে নেইমারের দল সান্তোস। ৩-০ গোলের জয় নিয়ে দলটা অবনমন তো এড়িয়েছেই, নিশ্চিত করেছে মহাদেশীয় প্রতিযোগিতা কোপা সুদামেরিকানা খেলাও।
এরপরই নিজের সিদ্ধান্তের কথা জানান নেইমার। গত ২৫ নভেম্বর চোট পেয়েছিলেন নেইমার। হাঁটুর মেনিসকাসের চোট সত্ত্বেও তিনি খেলে গেছেন। ৫ গোল ১ অ্যাসিস্ট করে সান্তোসকে অবনমনের হাত থেকে বাঁচিয়েছেন।
ক্রুজেইরোর বিপক্ষে ৩–০ গোলে জেতা ম্যাচের পর নেইমার জানালেন, এবার তার হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। বিশ্বকাপের আর মাত্র ছয় মাস বাকি থাকতে এই সিদ্ধান্ত নিলেন তিনি। ফলে বিশ্বকাপ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হলো তার।
সান্তোসের হয়ে দারুণ পারফর্ম করেছেন শেষ কিছু দিনে। ম্যাচ শেষ করে সাংবাদিকদের নেইমার বলেন, ‘আমি এ জন্যই এসেছিলাম, যতটা পারি সাহায্য করার জন্য। আমার জন্য এটা খুব কঠিন কয়েকটা সপ্তাহ ছিল।’
তিনি আরও বলেন, ‘যারা আমাকে সমর্থন করেছে, তাদের ধন্যবাদ। তারা না থাকলে এই চোট, এই হাঁটুর সমস্যার কারণে আমি এসব ম্যাচ খেলতেই পারতাম না। এবার আমার বিশ্রাম দরকার। তারপর হাঁটুর অস্ত্রোপচার হবে।’
নেইমার সার্জারি বা পুনর্বাসন নিয়ে কোনো বিস্তারিত জানাননি। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পাওয়ার পর থেকে তিনি ব্রাজিল জাতীয় দলে খেলতে পারেননি আর।
গত অক্টোবরেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, নেইমারকে দলে ফিরতে হলে পুরো ফিট হতে হবে। এরপর বিশ্বকাপের ড্র অনুষ্ঠান শেষেও আনচেলত্তি জানিয়েছেন একই কথা।
