ওয়াসিম আকরামকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় স্টার্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে নতুন উচ্চতায় অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ব্রিসবেন টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়াসিম আকরামকে টপকে যান বাঁ হাতি এই পেসার।
ক্যারিয়ারের ১০২ টেস্টে অংশ নিয়ে ইতোমধ্যে ৪২০ উইকেট শিকার করেন স্টার্ক। এতদিন ১০৪ টেস্টে অংশ নিয়ে বাঁ হাতি পেস বোলারদের মধ্যে রেকর্ড ৪১৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। সর্বকালের সেরা এই বাঁ-হাতি পেস বোলারকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন স্টার্ক।
নিজের রেকর্ড ভেঙে দেওয়ায় মিচেল স্টার্কের প্রশংসা করে ওয়াসিম আকরাম বলেছেন, আমার উইকেটের সংখ্যা ছাড়িয়ে যাওয়ার জন্য স্টার্ককে অভিনন্দন। সে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির অর্থের পিছনে না দৌড়ে টেস্টে মাইলফলক স্পর্শ করেছে।
টেস্টে উইকেট শিকারে পেস বোলারদের মধ্যে তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকার সাবেক তারকা চামিন্দা ভাস। তিনি ১১১ টেস্টে অংশ নিয়ে ৩৫৫ উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৭৮ টেস্টে অংশ নিয়ে ৩১৭ উইকেট শিকার করেন। অস্ট্রেলিয়ার মিচেল জনসন ৭৩ টেস্টে অংশ নিয়ে ৩১৩ উইকেট শিকার করেন।
তবে ১৩৩ টেস্টে অংশ নিয়ে রেকর্ড ৮০০ উইকেট শিকার করেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরান। ১৪৫ টেস্টে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ান প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। পেস বোলারদের মধ্যে ১৮৮ টেস্টে অংশ নিয়ে রেকর্ড ৭০৪ উইকেট শিকার করেন সাবেক ইংলিশ তারকা জেমস অ্যান্ডারসন।
