Logo
Logo
×

খেলা

আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ অধিনায়ক

ফাইল ছবি

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুককে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলে খেলতে নিষিদ্ধ করা হয়েছে। টানা দুই মৌসুমে নিলামে কেনা হওয়ার পরও তিনি সরে দাঁড়ানোয় এই শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। 

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় নিলামে বিক্রি হওয়ার পর পর্যাপ্ত কারণ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ালে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ব্রুক সেই নিয়মে পড়েছেন।

ব্রুক প্রথম আইপিএল খেলেন ২০২৩ সালে। সানরাইজার্স হায়দরাবাদ তাকে ১৩.২৫ কোটি রুপিতে দলে নেয়। তিনি ১১ ম্যাচে ১৯০ রান করেন এবং একটি সেঞ্চুরি করেন। তবে ধারাবাহিক হতে পারেননি এবং বেশ কয়েক ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়। মৌসুম শেষে হায়দরাবাদ তাকে ছেড়ে দেয়।

২০২৪ মৌসুমে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে কিনেছিল। কিন্তু ব্রুক জানান যে তিনি পারিবারিক কারণে খেলতে পারবেন না। এরপরও দিল্লি মেগা নিলামে আবার তাকে দলে নেয় এবং ৬.২৫ কোটি রুপিতে চুক্তি করে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ব্রুক আবারও সরে দাঁড়ান।

আইপিএলের শক্তিশালী নিয়ম অনুযায়ী, নিলামে বিক্রি হওয়ার পর কোনো খেলোয়াড় যথাযথ কারণ ছাড়া সরে দাঁড়ালে দুই বছরের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর হয়। ব্রুক সেই নিয়মে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই শাস্তি পেলেন। ফলে তিনি ২০২৭ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন না। এ কারণেই তার নাম এ বছরের নিলামে ছিল না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম