মর্যাদাপূর্ণ ‘আয়রনম্যান’ রেস সম্পন্ন করলেন বাংলাদেশের আল আমিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
বাংলাদেশের অ্যাথলেট মো. আল আমিন মিয়া। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা কুইন্টায় অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের অ্যাথলেট মো. আল আমিন মিয়া।
সাঁতার, সাইক্লিং ও দৌড়—এই তিন ধাপের সম্মিলিত চ্যালেঞ্জিং ইভেন্টে তিনি ৬ ঘণ্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে রেস সম্পন্ন করেন। এর মধ্যে ছিল ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়।
৩৮ বছর বয়সী এই অ্যাথলেট বয়সভিত্তিক ৩৫-৩৯ গ্রুপে ২০৭ জনের মধ্যে ১৮৪তম অবস্থানে কর নেন। মোট ২ হাজার ২৬৯ প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ১ হাজার ৮৭৪ তম। এ ইভেন্টে শীর্ষ তিনে স্থান পান যুক্তরাষ্ট্রের স্যাম লং, কানাডার লায়োনেল স্যান্ডার্স এবং জ্যারাশন লন্ড্রি।
প্রতিযোগিতা শেষে আল আমিন বলেন, এটি জীবনের অন্যতম বড় অর্জন। কঠোর প্রস্তুতি, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা ছাড়া এ রেস শেষ করা সম্ভব ছিল না। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আমি গর্বিত।
বহুদিন ধরেই ‘রান ফর বাংলাদেশ’ উদ্যোগের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আল আমিন। তিনি লাদাখ হাফ ম্যারাথন (২০২২), টাটা মুম্বাই ম্যারাথন (২০২৩), ব্রাইটন-সিডনি ম্যারাথন (২০২৪) এবং লস অ্যাঞ্জেলেস ম্যারাথনসহ বেশ কয়েকটি বড় ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন।
আগামী বছর কানাডায় আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেয়ার পরিকল্পনাও জানিয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।
