Logo
Logo
×

খেলা

‘ছক্কা’ মেরে নকআউটের খুব কাছে আর্সেনাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

‘ছক্কা’ মেরে নকআউটের খুব কাছে আর্সেনাল

সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দ ধরে রাখল আর্সেনাল। বেলজিয়ামে ক্লাব ব্রুগাকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা ছয় ম্যাচে ছয় জয়ের কৃতিত্ব দেখাল মিকেল আর্তেতার দল। এই জয়ে তাদের শীর্ষ আটে থেকে লিগ পর্ব শেষ করাটা নিশ্চিত হয়ে গেছে। যার ফলে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার পথ খুলে যাবে।

আর্সেনালের তিনটি গোলই এসেছে দারুণ সব প্রচেষ্টায়। প্রথম গোলটি করেন ননি মাদুউকে। তিনি বল পেয়ে মাঝমাঠের একটু সামনে এগিয়ে বাম পায়ে অসাধারণ এক শট নেন। বল ক্রসবার ছুঁয়ে জালে ঢোকে। দ্বিতীয়ার্ধ শুরুতেই একই খেলোয়াড় কাছ থেকে হেডে দ্বিতীয় গোলটি করেন। আর ৫৬তম মিনিটে বাঁ দিক থেকে কেটে এসে গ্যাব্রিয়েল মার্টিনেলি বাঁকানো শটে তৃতীয় গোলটি করেন।

চোটে ভুগতে থাকা আর্সেনাল দলে বেশ কিছু পরিবর্তন ছিল। আর্তেতা পাঁচজন নতুন খেলোয়াড়কে একাদশে নামান। প্রথমার্ধে পিয়েরো হিনকাপিয়ে নিজের পোস্টে বল লাগিয়ে বসেন। সে সময়ই আর্সেনালের প্রথম গোল আসে মাদুউকের দুর্দান্ত শটে।

ব্রুগা মাঝে মাঝে আক্রমণে উঠলেও ধারাবাহিক ছিলেন না। শেষ দিকে সাঙ্কোভিচ, জোলিস ও কার্লোস ফরবস কিছু চাপ তৈরি করেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল হজম করে ব্রুগা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

মার্টিনেলির গোলের পর আর্সেনাল আরও কিছু সুযোগ তৈরি করে। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস ১১ মাস পর মাঠে ফিরে একটি শটে ক্রসবারে লাগান।

প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে হারলেও ইউরোপে আর্সেনালের ধারাবাহিকতা অটুট রয়েছে। তারা এখন টুর্নামেন্টের অন্যতম আত্মবিশ্বাসী দল হিসেবে শেষ ষোলোর পথে এগোচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম