লিভারপুলে অসুখী সালাহকে পেতে চাইছে সৌদি ক্লাব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব। ওয়ার্ল্ড ফুটবল সামিটে এ তথ্য নিশ্চিত করেছেন লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল।
সাম্প্রতিক সময়ে লিভারপুলে কঠিন সময় পার করছেন সালাহ। ক্লাব ও কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর তাকে বাদ দেওয়া হয় চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে। লিভারপুলের টানা খারাপ ফর্মের সময় সালাহ বলেছিলেন, ‘ক্লাব আমাকে বলির পাঁঠা বানিয়েছে।’
মুগারবেল বলেন, ‘মোহামেদ সালাহ সৌদি লিগে স্বাগত। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে চুক্তি করা ক্লাবগুলোর দায়িত্ব। নিশ্চয়ই সালাহ আমাদের টার্গেটের একজন।’
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আগে থেকেই সৌদি আরবের ক্লাবগুলো বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছিল। সাম্প্রতিক সময়ে আবারও জোরালো হয়েছে আলোচনা। জানুয়ারিতে সৌদি লিগে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সালাহ বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না, কারণ ক্লাব আমাকে অন্যভাবে নেবে।’
তবে সব ক্লাব তাকে দলে নিতে আগ্রহী নয়। আল খোলুদ চেয়ারম্যান বেন হারবার্গ বলেন, ‘সে আমাদের লিগের সঙ্গে মানাবে না। সালাহ ৩৩ বছর বয়সী। লিভারপুলে অনেক টাকা পেয়েছে এবং এরপর থেকে খুবই খারাপ খেলছে। কেউ হয়তো তার জনপ্রিয়তা চাইবে, সে এই অঞ্চলের মানুষ। কিন্তু আমার মত হলো, সে আমাদের লিগের জন্য ঠিক নয়। যদি সালাহ আর ভিনিসিয়াসের মধ্যে বেছে নিতে হয়, আমি ভিনিসিয়ুসকে নেব।’
হারবার্গ আরও বলেন, ‘আমি চাই আমরা ২৫ বছর বয়সী পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের দলে টানি। সালাহকে নেওয়া হলে এটা তার ক্যারিয়ারের শেষ ধাপ হবে।’
