বিশ্বকাপের আগে ব্যস্ত ভারত, বাংলাদেশের ভরসা শুধু বিপিএল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
আয়ারল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের আগ পর্যন্ত আর ম্যাচ খেলবে না বাংলাদেশ/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্বজুড়ে সব দল এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ভারত শিরোপাধারী দল। তারা ডিসেম্বর ও জানুয়ারিতে ঘরে দশটি টি–টোয়েন্টি খেলবে। তাদের লক্ষ্য প্রস্তুতি আরও ভালো করা। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অন্যান্য বড় দলও নিজেদের পরিকল্পনা ঠিক করতে ব্যস্ত। তারা নতুন কৌশলে কাজ করছে। তারা খেলোয়াড়দের ম্যাচ প্রস্তুত করতে চাইছে।
এই ব্যস্ততার ভিড়ে বাংলাদেশের ছবি সম্পূর্ণ আলাদা। বিশ্বকাপের আগে বাংলাদেশ কোনও টি–টোয়েন্টি সিরিজ খেলবে না। তাদের শেষ সিরিজ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সে সিরিজে বাংলাদেশ জিতেছিল ২–১ ব্যবধানে। তার আগে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরে যায় ৩–০ ব্যবধানে। এখন খেলোয়াড়দের সব মনোযোগ বিপিএলকে ঘিরে। ২৬ ডিসেম্বর বিপিএল শুরু হবে। এই টুর্নামেন্ট চলবে বিশ্বকাপের ঠিক আগে পর্যন্ত। এর পর বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায়। দুই টুর্নামেন্টের মাঝে সময় থাকবে মাত্র দুই সপ্তাহ।
এটি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ আছে। বিপিএল প্রতিযোগিতামূলক হলেও আন্তর্জাতিক ম্যাচের চাপ সেখানে পাওয়া যায় না। ভারত ও শ্রীলঙ্কার মতো কন্ডিশনও বিপিএলে পাওয়া যায় না। ২০২৫ সালে বাংলাদেশ ৩০টি টি–টোয়েন্টি খেলেছে। জিতেছে ১৫টি ম্যাচ। এটি রেকর্ড। কিন্তু পারফরম্যান্স এখনও স্থির নয়। তারা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে জিতেছে। আবার হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। এশিয়া কাপে সুপার ফোরে উঠলেও তারা ফাইনালে খেলতে পারেনি।
বিশ্বকাপের আগে কোন দেশ কতটি টি–টোয়েন্টি খেলছে, সে তালিকায় বাংলাদেশের অবস্থান উদ্বেগ বাড়ায়। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সবাই বিশ্বকাপের ঠিক আগে সিরিজ খেলবে। বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে কোনও ম্যাচ খেলবে না।
বিশ্বকাপের আগে এমন প্রস্তুতি বাংলাদেশকে কতটা সাহায্য করবে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিপিএল খেলোয়াড়দের ফিট রাখলেও আন্তর্জাতিক ম্যাচের মতো পরীক্ষা সেখানে হয় না। এখন দেখা হবে বাংলাদেশ এই সীমিত প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে কেমন করে।
বিশ্বকাপের আগে কে কয়টি ম্যাচ খেলবে, দেখে নিন এক নজরে—
আফগানিস্তান– বিশ্বকাপের আগে ম্যাচ নেই।
অস্ট্রেলিয়া– বিশ্বকাপের আগে ম্যাচ নেই। খেলবে বিগ ব্যাশে।
বাংলাদেশ– বিশ্বকাপের আগে ম্যাচ নেই। আছে বিপিএল।
ইংল্যান্ড– বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ৩ ম্যাচের সিরিজ।
ভারত– বিশ্বকাপের আগে সবচেয়ে ব্যস্ত থাকবে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৫ ম্যাচের সিরিজ খেলবে।
আয়ারল্যান্ড– বিশ্বকাপের আগে ম্যাচ নেই।
নিউজিল্যান্ড– বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলবে।
পাকিস্তান– বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় ৩ ম্যাচের সিরিজ খেলবে।
দক্ষিণ আফ্রিকা– বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ আছে তাদের।
শ্রীলঙ্কা– ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ২টি সিরিজ আছে তাদের।
ওয়েস্ট ইন্ডিজ– দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ।
জিম্বাবুয়ে– বিশ্বকাপের আগে ম্যাচ নেই।
