Logo
Logo
×

খেলা

হামজাকে দলে টানতে চলেছে বার্সেলোনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

হামজাকে দলে টানতে চলেছে বার্সেলোনা

সংগৃহীত

মিশরের কিশোর ফুটবলার হামজা আবদেলকারিমকে দলে নিতে চাইছে বার্সেলোনা। আল আহলির এই তরুণ স্ট্রাইকার কিছুদিন আগে ক্লাবের প্রথম দলে সুযোগ পেয়েছেন। তিনি মিশরের অনূর্ধ্ব-১৭ দলে দুর্দান্ত পারফরম্যান্স করেও নজর কেড়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ জানায়, বার্সেলোনা এই বছর শেষ হওয়ার আগেই হামজাকে দলে টানার প্রক্রিয়া চূড়ান্ত করতে চায়। প্রথমে তাকে ধারে নেয়া হবে এবং পরে কেনার অপশন থাকবে। জানুয়ারির শুরুতে তাকে বার্সা অ্যাথলেটিকে যোগ করানো হবে, কারণ দলটিতে ফরোয়ার্ডের ঘাটতি রয়েছে।

হামজা আবদেলকারিম/ফাইল ছবি

আলোচনায় অগ্রগতি হয়েছে। মূল কারণ হলো খেলোয়াড়ের বার্সেলোনায় যাওয়ার আগ্রহ। এই দৌড়ে বায়ার্ন মিউনিখ ও এসি মিলানকে পেছনে ফেলেছে বার্সা। কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বার্সার স্কাউটরা তাকে দেখেই মুগ্ধ হন। এরপর থেকেই আলোচনা শুরু হয়।

বার্সার আগ্রহ জানার পর হামজা অন্য সব আলোচনাই বন্ধ করে দেন। সাম্প্রতিক সময়ে তার বাবা আল আহলিকে অনুরোধ করেছেন তাকে বার্সেলোনায় যেতে দেয়ার জন্য।

আল আহলি তাকে ধারে ছাড়তে রাজি। তবে তারা চায় নিশ্চিত আর্থিক সুবিধা এবং ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি নির্দিষ্ট শতাংশ। ক্লাবটি চায় নির্দিষ্ট ফি, পারফরম্যান্স বোনাস এবং প্রথম দলে উঠলে অতিরিক্ত অর্থ। পেদ্রিকে লাস পালমাস থেকে আনার সময় যেমন কাঠামো ছিল চুক্তির, এটি অনেকটা তেমনই হতে পারে।

খবরে আরও বলা হয়েছে, বার্সা নাকি হামজাকে আগামী গ্রীষ্মের প্রি-সিজনে প্রথম দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এতে খেলোয়াড় ও তার পরিবার পুরোপুরি আশ্বস্ত হয়েছে।

হামজা একজন সহজাত স্ট্রাইকার। গোল করার সহজ ক্ষমতা আছে। নিচে নেমে এসে বল কেড়ে নেওয়া, সতীর্থদের সঙ্গে লিংক-আপ—সবকিছুতেই তার দক্ষতা রয়েছে। তিনি জানুয়ারিতে ১৮ বছরে পা দেবেন। তাই শিগগিরই দলে যোগ দিতে কোনো বাধা নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম