বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের দাম মাত্র ১৩৬ টাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২ মাস আগে প্রথম ধাপে টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টিকিট কেনা যাচ্ছে। বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের টিকিট এখন বাজারে। এর মধ্যে একটি ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০০ রুপি বা ১৩৬ টাকা।
কলকাতার ইডেন গার্ডেনে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচটি হবে ইতালির বিপক্ষে। এই ম্যাচের টিকিটের দামই ১০০ রুপি। তবে বাংলাদেশের বাকি ম্যাচগুলোর টিকিটের দাম অবশ্য কমপক্ষে আড়াই গুণ বেশি।
বাংলাদেশ-নেপাল ম্যাচটি হবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। এই ম্যাচের টিকিটের দাম ২৫০ রুপি। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি হবে ৭ ও ১৪ ফেব্রুয়ারি। এই দুই ম্যাচের টিকিটের দাম ৩০০ রুপি।
প্রথম ধাপে বিশ লাখের বেশি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে। ভারত অংশের টিকিটের শুরু ১০০ রুপি। শ্রীলঙ্কা অংশের টিকিটের শুরু ১০০০ লঙ্কান রুপি। আইসিসি জানিয়েছে, ‘এই টিকিটের দাম কম রাখা হয়েছে। কারণ আমরা চাই ক্রিকেটপ্রেমীরা সমান সুযোগ পাক। ১০তম আসরটি হবে ভারত ও শ্রীলঙ্কায়। সময় ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।’
