ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের দুই ব্যাটিং তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে আছেন। তবে এরপরও সামনে তাদের বেতন কমতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে কোহলি দুই সেঞ্চুরি করেন। রোহিতও ব্যাট হাতে ভালো রান করেছেন। এই পারফরম্যান্সে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে রোহিত আছেন ১ নম্বরে, কোহলি ২ নম্বরে।
তবে তাদের বেতন এরপরও কমে যাওয়ার শঙ্কায় আছে। কারণ একটাই। তারা যে এখন শুধু এক ফরম্যাটই খেলেন।
দুইজনই ২০২৪–২৫ মৌসুমে বিসিসিআইয়ের এ প্লাস চুক্তিতে ছিলেন। কিন্তু জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে তারা টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। তাই ভারতীয় ক্রিকেটে তাদের কম অংশগ্রহণের কারণে চুক্তির গ্রেড কমতে পারে।
ভারতের পিটিআই জানিয়েছে, ২২ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সভায় এই সিদ্ধান্ত হবে। সেই সভায় রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।
চলতি চুক্তিতে রোহিত ও কোহলি শীর্ষ গ্রেডে আছেন বুমরা ও জাদেজার সঙ্গে। গত মৌসুমে তারা টেস্ট খেলার কারণে এই গ্রেডে ছিলেন। এখন তারা শুধু ওয়ানডে খেলেন। তাই গ্রেড এ প্লাস থেকে গ্রেড এ-তে নামতে পারেন। এ প্লাস গ্রেডে তাদের বেতন ছিল ৭ কোটি, তবে এ গ্রেডে নেমে গেলে তাদের বেতন দাঁড়াবে ৫ কোটিতে।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে বছরে অন্তত তিনটি টেস্ট, আটটি ওয়ানডে বা ১০টি টি-টোয়েন্টি খেলতে হয়। নাহলে সে ফরম্যাটের চুক্তি ধরে রাখা যায় না।
