ফিফা র্যাঙ্কিংয়ে এবার ৮ ধাপ অবনতি বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ফিফা র্যাংকিংয়ে এক লাফে ২৪ ধাপ উপরে উঠে হইচই ফেলে দিয়েছিলেন আফঈদা খন্দকাররা। গত ৭ আগস্ট মেয়েদের ফুটবলে বাংলাদেশ উঠে আসে ১০৪তম স্থানে। পয়েন্ট ছিল ১১৮০।
চার মাস না যেতেই চার ম্যাচে হেরে আট ধাপ নেমে গেল জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার ঘোষিত নতুন র্যাংকিং অনুযায়ী, আফঈদা, ঋতুপর্ণাদের র্যাংকিং এখন ১১২। আর পয়েন্ট ১১৬৮।
এই অবনমন অনুমিতই ছিল। অক্টোবর ও নভেম্বরে দুটি ফিফা উইন্ডো মিলিয়ে চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। চারটিতেই হেরেছে।
অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ ও দ্বিতীয়টিতে ৫-১ গোলে। নভেম্বরে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ এবং দ্বিতীয়টিতে আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হার। টানা চার ম্যাচ হেরে খোয়াতে হয়েছে ১২ রেটিং পয়েন্ট।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তিন দলের মধ্যে উত্তর কোরিয়া নয়ে রয়েছে। উজবেকিস্তানের অবস্থান ৪৯তম। ১৭ নম্বরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীন।
