এবার ১০ জন নিয়েই উইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রথম ম্যাচে ৫৩০ রানের বিশাল পুঁজি ছিল পকেটে, ১১ জন নিয়েও সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে কাজটা ছিল কঠিন, চোটের কারণে ব্লেয়ার টিকনার ছিটকে যাওয়ার ফলে ১০ জনের দলে পরিণত হয়েছিল কিউইরা। এবার সেই দল নিয়েই উইন্ডিজকে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা।
ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে সহজ জয়ই পেয়েছে নিউজিল্যান্ড। জ্যাকব ডাফি পাঁচ উইকেট নিয়ে দলকে ৯ উইকেটের জয় এনে দেন। সিরিজে তারা ১–০ ব্যবধানে এগিয়ে গেল। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চের পর ওয়েস্ট ইন্ডিজ ১২৮ রানে অলআউট হয়। ডাফি ১৭.২ ওভারে ৩৮ রানে ৫ উইকেট নেন। এটি তার টেস্টে দ্বিতীয় ফাইফার।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ছিল আগের টেস্টের ছায়া হয়ে। দিন শুরু করে ২ উইকেট হারিয়ে ৩২ রান নিয়ে। আগের দিন জন ক্যাম্পবেল এবং নাইটওয়াচম্যান অ্যান্ডারসন ফিলিপ আউট হয়েছিলেন। লাঞ্চের সময় তারা ৯৮–৬ স্কোরে ছিল। লাঞ্চের পর মাত্র ৯.২ ওভারেই বাকি উইকেট পড়ে যায়।
ধস নামে জাস্টিন গ্রিভস আউট হওয়ার পর। তিনি ২৫ রানে এলবিডব্লিউ হন ডাফির বলে। নিউজিল্যান্ড রিভিউ নেয় এবং দেখা যায় বলটি লেগ স্টাম্পের উপর লাগত। দিনের শুরুতে ব্র্যান্ডন কিং ও হজ কিছুটা ভালো খেলেছিলেন। পিচে অসমান বাউন্স সামলে তারা ব্যাট করেছিলেন। তবে এরপর কিং ২২ রান করে রান আউট হন। মাইকেল ব্রেসওয়েল দুর্দান্ত থ্রো করে তাকে আউট করেন। এরপর শাই হোপ আউট হন মাইকেল রে–এর বলে। তারপর অধিনায়ক রোস্টন চেজ আউট হন ডাফির বলে। হজ ধৈর্য ধরে ৩৫ রান করেন। তবে শেষ পর্যন্ত তিনি আউট হন একটি পুল শটে। মিডউইকেটে উইল ইয়ং দারুণ ডাইভ দিয়ে ক্যাচটি নেন।
নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল ৫৬ রান। ডেভন কনওয়ে ২৮ রান করেন। কেন উইলিয়ামসন ১৬ রান করে দলকে জয়ের দিকে নিয়ে যান। ম্যাচ শেষ হয় চা বিরতির আগেই।
