‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি’– তানজিম সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিজয়ের মাস ডিসেম্বর চলছে। ১৯৭১ সালের এই মাসে পাকিস্তানের কাছ থেকে চূড়ান্ত বিজয় লাভ করে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ মাসেই পূরণ হয় বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ।
বিজয়ের এই মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়ের কথা মনে করিয়ে দিলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। তিনি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন মুক্তিযুদ্ধ নিয়ে তার অনুভূতির কথা।
তিনি বলেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি।’
মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্বের কারণটা আরেকটু স্পষ্ট করে তানজিম বলেন, ‘যাদের ছিলো ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না,তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।’
২০২৩ সালে জাতীয় দলে অভিষেক তানজিমের। তবে তারও আগে ২০২০ সালে অ-১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী ছিলেন তিনি। তানজিম জানান, জাতীয় দলের হয়ে যে খেলতে পারছেন, তার সোপান গড়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারাই।
তিনি বলেন, ‘যারা আমদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন। যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি।’
ঠিক সে কারণেই মুক্তিযোদ্ধাদেরকে আসল ‘সেলিব্রিটি’ আখ্যা দেন তিনি। তার কথা, ‘বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারা।’
