Logo
Logo
×

খেলা

ফিফার বিরুদ্ধে ‘বিশাল বিশ্বাসঘাতকতার’ অভিযোগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

ফিফার বিরুদ্ধে ‘বিশাল বিশ্বাসঘাতকতার’ অভিযোগ

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ করেছে ফিফা। তবে বৃহস্পতিবার দাম প্রকাশ হতেই সমর্থকরা ফিফাকে ‘মনুমেন্টাল বেট্রেয়াল’ বা ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ বলে অভিযোগ করেন। 

নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের ফুটবল সংস্থা তাদের দলের খেলার জন্য ৮ শতাংশ টিকিট পায়। এগুলো সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের জন্য বরাদ্দ থাকে।

জার্মান ফুটবল ফেডারেশন যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যায়, গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার। ফাইনালের সর্বনিম্ন দাম ৪,১৮৫ ডলার এবং সর্বোচ্চ দাম ৮,৬৮০ ডলার। অথচ ফিফার দাবি ছিল গ্রুপ পর্বে ৬০ ডলারের টিকিট থাকবে। যুক্তরাষ্ট্র যখন সাত বছর আগে বিশ্বকাপের বিড করেছিল তখন তারা বলেছিল গ্রুপ পর্বে ২১ ডলারের শত হাজার সিট দেওয়া হবে। বর্তমান দাম সেই প্রতিশ্রুতি থেকে অনেক দূরে।

ফুটবল সাপোর্টার্স ইউরোপ বা এফএসই এই দামের বিষয়ে বলেছে ‘এটি অত্যধিক’। বিবৃতিতে তারা বলেছে ‘এটি বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি একটি বিশাল বিশ্বাসঘাতকতা। সমর্থকদের অবদানকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।’

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন সমর্থকদের জানিয়েছে, কোনো সমর্থক যদি ইংল্যান্ডের সব ম্যাচের টিকিট কিনতে চান তবে তার খরচ হবে সাত হাজার ডলারের বেশি।

ফিফা জানিয়েছিল, তাদের ওয়েবসাইটে টিকিটের দাম গ্রুপ পর্বে ৬০ ডলার থেকে শুরু হবে এবং ফাইনালে দাম হবে ৬,৭৩০ ডলার পর্যন্ত। তবে এই দাম পরিবর্তন হতে পারে। কারণ এই প্রথম তারা বিশ্বকাপে ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবহার করছে।

জার্মান ফেডারেশন যে তালিকা দিয়েছে, সেখানে তিনটি ক্যাটাগরি দেখা গেছে। জার্মানির প্রথম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ১৮০ ডলার। সেমিফাইনালের সর্বনিম্ন দাম ৯২০ ডলার, যা বাড়তে বাড়তে ১,১২৫ ডলারে পৌঁছেছে।

এফএসই ফিফাকে অনুরোধ করেছে জাতীয় সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ করতে। তারা বলেছে ‘বিশ্বকাপের ঐতিহ্য, সার্বজনীনতা ও সাংস্কৃতিক মূল্যকে সম্মান করে এমন একটি সমাধান না পাওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখতে হবে।’

ফিফা বৃহস্পতিবার তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু করেছে। এবার সমর্থকেরা প্রথমবারের মতো নির্দিষ্ট ম্যাচের জন্য আবেদন করতে পারবেন। গত সপ্তাহে ড্র হওয়ার পর সমর্থকেরা এখন জানেন কোন দল কোথায় খেলবে। যেমন মেসি ও আর্জেন্টিনা কখন মাঠে নামবে তা এখন জানা গেছে।

এই ধাপে সমর্থকেরা টুর্নামেন্টের যেকোনো ম্যাচের জন্য টিকিট আবেদন করতে পারবেন। প্রতিটি পরিবার সর্বোচ্চ চারটি টিকিট এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিটের জন্য আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে ১১ ডিসেম্বর ২০২৫ থেকে। শেষ হবে ১৩ জানুয়ারি ২০২৬। 

ফিফা বলেছে, আবেদন কখন করা হলো তা সুযোগ পাওয়ার সম্ভাবনায় প্রভাব ফেলবে না। সফল আবেদনকারীদের ফেব্রুয়ারিতে ইমেইলে জানানো হবে।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার। ২০২২ সালে কাতারে দাম ছিল প্রায় ৭০ থেকে ১,৬০০ ডলার। ২০২৬ সালের ফাইনালের টিকিট ইতোমধ্যে পুনর্বিক্রয় বাজারে ১১ হাজার ডলারের ওপরে উঠেছে। ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্মও আছে, যেখানে তারা ১৫ শতাংশ ফি রাখে।

টুর্নামেন্টের কাছে এলে বাকি টিকিট প্রথমে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। তবে কবে তা হবে ফিফা জানায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম