Logo
Logo
×

খেলা

মেসিরা কেন ভারতে যাচ্ছেন, বাংলাদেশে কেন নয়? প্রশ্ন এই আর্জেন্টাইনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম

মেসিরা কেন ভারতে যাচ্ছেন, বাংলাদেশে কেন নয়? প্রশ্ন এই আর্জেন্টাইনের

আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি শনিবার মধ্য রাতে কলকাতায় পৌঁছেছেন। কলকাতা ছাড়াও তিনি হায়দরাবাদ, মুম্বাই, ও নয়াদিল্লি ভ্রমণ করবেন। ভারতে থাকবেন তিন দিন। তবে খুব কাছে এসেও তিনি বাংলাদেশে পা রাখছেন না। তার আগেই তিনি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে।

মেসিদের জন্য উন্মাদনা ভারতের চাইতে বাংলাদেশে বেশি, দাবি করেছেন এক আর্জেন্টাইন। মেসির দেশের নাগরিক লিয়ান্দ্রো গাল্লিচিও জানিয়েছেন এ কথা। তিনি প্রশ্ন তুলেছেন কেন টাকার জন্য মেসিরা যাচ্ছেন ভারতে, বাংলাদেশে কেন যাচ্ছেন না?

লিয়ান্দ্রো আজ সকালে একটি ফেসবুক পোস্টে বলেন, ‘সব আর্জেন্টাইন খেলোয়াড় ভারতে সফর করেন। কখন তারা টাকাকে একপাশে রেখে সত্যিকারের ভালোবাসা যেখানে আছে, সেই বাংলাদেশে যাবেন?’

লিয়ান্দ্রো গাল্লিচিও/ফেসবুক

লিয়ান্দ্রো আর্জেন্টাইন হলেও বাংলাদেশের একনিষ্ঠ সমর্থক। বাংলাদেশ ক্রিকেট দল, ফুটবল দল থেকে শুরু করে যে কোনো খেলায় আকুণ্ঠ সমর্থন দেন আর্জেন্টিনাতে বসেই। তার দেশের মহাতারকা বাংলাদেশের খুব কাছে এসেও ঢাকায় পা রাখছেন না, বিষয়টি পীড়া দিয়েছে লিয়ান্দ্রোকে।

এদিকে মেসির ভারত সফরের প্রতিটি দিনই কাটবে দারুণ ব্যস্ততায়। আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্যক্তিগত সাক্ষাৎ থাকবে কলকাতায়। সেখানে থাকবেন আমন্ত্রিত অতিথি ও আয়োজকেরা। এরপর অনলাইনে যুক্ত হয়ে তিনি নিজের নামে তৈরি একটি ভাস্কর্যের উদ্বোধন করবেন।

দিনের সবচেয়ে বড় আকর্ষণ থাকবে সন্ধ্যায়। যুবভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন মেসি। একই ভেন্যুতে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার আয়োজনও থাকবে। এই পর্ব দিয়েই কলকাতার সূচি শেষ হবে।

এরপর তিনি হায়দরাবাদে যাবেন। এরপর মুম্বাই ও নয়াদিল্লি সফর করে ভারত ছাড়বেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম