Logo
Logo
×

খেলা

ভারতে ‘মবের’ শিকার মেসির অনুষ্ঠান, এবার অগ্নিসংযোগের চেষ্টা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

ভারতে ‘মবের’ শিকার মেসির অনুষ্ঠান, এবার অগ্নিসংযোগের চেষ্টা

সংগৃহীত

ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে লিওনেল মেসির। আজ কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে তার অনুষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়েছে।

তাকে দেখতে আজ সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কমপক্ষে ১ লাখ দর্শক। তবে মেসিকে ঘিরে ভিড় সামলাতে ব্যর্থ হয় স্থানীয় পুলিশ-প্রশাসন ও উদ্যোক্তারা। 

ঘটনা আরও বাজে রূপ নেয় স্থানীয় রাজনৈতিক নেতারা মেসির আশেপাশে ভিড় করলে। মেসি যখন গ্যালারিতে হাজির দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন ল্যাপ অফ অনারের মাধ্যমে, তখন তাদের দৃষ্টির সামনে এসে দাঁড়িয়ে মেসিকে আড়াল করে দিচ্ছিলেন নেতারা। 

চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পানির বোতল ছুঁড়ে ফেলেন মাঠে। ব্যানার ছিঁড়ে ফেলা হয়, হোর্ডিংয়েরও একই দশা হয়েছে। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে।

এরপর গ্যালারি থেকে মাঠে চেয়ার ও বোতল ছোড়া শুরু হয়। পুলিশ ভাঙা চেয়ার দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করে।

এক পর্যায়ে ফেন্সিং ভেঙে দু’আড়াই হাজার মানুষ মাঠে ঢুকে পড়ে। কয়েক জন মাঠের ধারে রাখা তাঁবুতে আগুন দেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ গোল পোস্টের জাল ছিঁড়ে ফেলেন। সাজঘরে যাওয়ার টানেলের ছাউনিও ভেঙে দেওয়া হয়। 

পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‌্যাফ। দফায় দফায় জনতা ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। ক্ষুব্ধ জনতার দখলে চলে যায় গোটা স্টেডিয়াম এলাকা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম