আইসিসির পোস্টারে নেই পাকিস্তানের অধিনায়ক, ক্ষুব্ধ পিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলংকার মাটিতে। ১১ ডিসেম্বর থেকে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের পোস্টারে যে ছবি ব্যবহার করা হয়েছে সেখানে রাখা হয়নি পাকিস্তানকে।
আইসিসি তাদের টিকিট ক্রয়-বিক্রয় সংক্রান্ত পোস্টারে পাঁচ দলের অধিনায়কের ছবি ব্যবহার করেছে। সেখানে রয়েছে— ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলংকার দাসুন শানাকা ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক। রাখা হয়নি ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন পাকিস্তানের কোনো ক্রিকেটারকে। যে কারণে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি)।
পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বিষয়টি ইতোমধ্যে আইসিসির কাছে উত্থাপন করা হয়েছে। ওই সূত্র জানান, ‘কয়েক মাস আগে এশিয়া কাপের সময়েও আমরা একই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তখন সম্প্রচারকারীরা আমাদের অধিনায়ককে ছাড়াই প্রচারণা শুরু করেছিল। পরবর্তীতে পিসিবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি সমাধান হয়। এবারও একই ঘটনা ঘটল। আইসিসি টিকিট বিক্রির প্রচারণামূলক পোস্টারে আমাদের অধিনায়ককে উপস্থাপন করেনি।’
পাকিস্তানের সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্য এবং বিশ্বকাপে দেশটি সবসময়ই বড় আকর্ষণ বলে মনে করে পিসিবি। তাদের বিশ্বাস আইসিসি শেষ পর্যন্ত প্রচারণামূলক পোস্টার ও অন্যান্য ক্যাম্পেইনে পাকিস্তানের অধিনায়ককে অন্তর্ভুক্ত করবে।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম পর্বের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হিয়েছে ১০০ রুপি। গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে শুধুমাত্র ইতালি ম্যাচের টিকিট পাওয়া যাবে ১০০ রুপিতে। আর নেপাল ম্যাচের টিকিট পেতে লাগবে ২৫০ রুপি। এ ছাড়া বাংলাদেশের বাকি দুই ম্যাচের টিকিট পেতে সর্বনিম্ন ৩০০ রুপি করে খরচ করতে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপে তাদের বাকি তিন সঙ্গী নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ১৫ নভেম্বর কলম্বোয় ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে আরেক আয়োজক শ্রীলংকার সঙ্গে পড়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল ও ইতালি। ‘ডি’ গ্রুপে ২০২৪ বিশ্বকাপের রানারআপ দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
