রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কিলিয়ান এমবাপ্পে ২০২৫ সাল শেষ করলেন স্মরণীয় এক রেকর্ড দিয়ে। সেভিয়ার বিপক্ষে গোল করে তিনি ক্যালেন্ডার বছরে ৫৯ গোল পূর্ণ করেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে এক বছরে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। তিনি ২০১৩ সালে ৫৯ গোল করেছিলেন। এমবাপ্পে সেই রেকর্ডে ভাগ বসালেন।
এই গোলটি আসে এমবাপ্পের জন্মদিনে। ৫৯ গোল করতে তাঁর লেগেছে ৫৮টি ম্যাচ। এর মধ্যে ছিল ১১টি জোড়া গোল, চারটি হ্যাটট্রিক আছে, আর অন্য এক ম্যাচে করেছেন চার গোল। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে আরও ক্ষুরধার রূপে আবির্ভূত হন তিনি। করেন ৩০ গোল। সবশেষ গোলটা করেছেন সেভিয়ার বিপক্ষে, এর আগে জুড বেলিংহামের গোলে ভর করে রিয়াল জিতেছে ২-০ ব্যবধানে।
চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ১৮ গোল এমবাপ্পের। চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল ৯টি। কোপা দেল রেতে দুই গোল যোগ হয়ে এই মৌসুমে মোট গোল দাঁড়ায় ২৯।
ম্যাচ শেষে আনন্দ লুকাননি এমবাপ্পে। তিনি বলেন, ‘আজ দিনটি বিশেষ। কারণ আজ আমার জন্মদিন। ছোটবেলা থেকেই আমি বলেছি, জন্মদিনে পেশাদার ম্যাচ খেলাটা স্বপ্ন। তাও আবার রিয়াল মাদ্রিদে, আমার স্বপ্নের ক্লাবে। আমরা ম্যাচ জিতেছি। এটা খুব জরুরি ছিল। লক্ষ্য ছিল বছরটা ভালো ফল দিয়ে শেষ করা।’
রেকর্ড ছোঁয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এই রেকর্ডটা অবিশ্বাস্য। এটা আমার প্রথম বছর, যেখানে আমি ক্রিশ্চিয়ানোর মতো কিছু করলাম। তিনি আমার আদর্শ। রিয়াল মাদ্রিদের ইতিহাসে তিনি সেরা খেলোয়াড়। এটা আমার জন্য সম্মানের।’
সেভিয়ার বিপক্ষে পেনাল্টিতে গোল করেই তিনি চলে যান কর্নার ফ্ল্যাগের কাছে। রোনালদোর চিরচেনা সিউউ উদযাপন করেন তিনি। তার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি তাকে সম্মান জানাতে চেয়েছি। সে সব সময় আমার প্রতি ভালোবাসা দেখিয়েছে। মাদ্রিদ নিয়ে সে আমাকে অনেক সাহায্য করেছে। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করতে পেরে আমি খুব খুশি।’
‘এটা তার জন্য। আমি সাধারণত নিজের উদ্যাপন করি। কিন্তু এবার তার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। সে ছোটবেলার আদর্শ। এখন সে আমার বন্ধু। আমি ক্রিশ্চিয়ানো আর সব রিয়াল ভক্তকে শুভেচ্ছা জানাই। মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার।’
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর নিজের ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট পান এমবাপ্পে। ইউরোপের শীর্ষ গোলদাতা হিসেবে তিনি এই পুরস্কার পান। গত মৌসুমে লা লিগায় তিনি করেছিলেন ৩১ গোল।
