জানালার কাঁচ ভাঙায় বল ফেরত দিতে অস্বীকৃতি বাড়ির বাসিন্দার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শিরোনাম পড়ে পরিস্থিতিটা চেনা চেনা মনে হচ্ছে? বল গিয়ে পাশের বাড়ির জানালা ভেঙে দিয়েছে, এরপর বল আনতে গিয়ে শুনতে হলো বকুনি; এমন কিছু শৈশবে পাড়ার ক্ষুদে ক্রিকেটারদের কত বার সইতে হয়েছে, তার ইয়ত্তা নেই। তাই বলে জাতীয় পর্যায়েও এমন কিছু ঘটে যাবে, তা কে ভেবেছিল? ঠিক এমনটাই ঘটল আজ।
বিপিএলের প্রস্তুতি শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সেটা অবশ্য আজ নয়, গত শুক্রবার থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে দলটি। এক দিন পর আজ আবার অনুশীলনে নেমেছিল বিপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজি।
তবে আজ ঘটেছে অদ্ভুত এক ঘটনা। অনুশীলন থেকে একটা বল ছুটে যায় পাশে থাকা দালানে, তা গিয়ে ভাঙে কাঁচ। সে বল ফেরত আনতে গেলে সে বাড়িরই একজন বল দিতে অস্বীকৃতি জানান।
তখন নেটে নক করছিলেন ব্যাটাররা। সেখান থেকেই বলটা ধেয়ে গিয়েছিল বলে জানা যায়। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আকবর আলিও জানান, বিষয়টি ঘটেছে। তবে তখন অন্য দিকে অনুশীলন করার কারণে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
তবে এমন দৃশ্য ছোট বেলার কথা মনে করিয়ে দিয়েছে কি না, সে প্রশ্নের জবাবে হেসে ফেলেন তিনি।
