১৭ চার ৯ ছক্কায় ভারতকে উড়িয়ে দিলেন পাকিস্তানের মিনহাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
সেঞ্চুরির পর সামির মিনহাস/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পুরো টুর্নামেন্টজুড়েই আলো ছড়াচ্ছিলেন সামির মিনহাস। তবে ফাইনালে যেন তার ব্যাট দেখা দিল আরও রুদ্ররূপে। তাতেই পুড়ল ভারত। তার ১৭২ রানের অসাধারণ ইনিংসে ভর করে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৮ উইকেটে ৩৪৭ রান।
সামির যতক্ষণ ছিলেন, পাকিস্তান ততক্ষণ ৪০০ ছুঁইছুঁই স্কোরের স্বপ্নই দেখছিল। তিনি ১১৩ বল খেলে ১৭২ রানের ইনিংস খেলেন। মারেন ১৭টি চার ও ৯টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১৫২.২১।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মিনহাস। ঢিলেঢালা বল পেলেই শাস্তি দিচ্ছিলেন। স্পিন ও পেস, দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি।
২৮তম ওভারে তিনি পূর্ণ করেন নিজের সেঞ্চুরি। সেই বলে তিনি মিড অন দিয়ে চার মারেন। শতক করার পর ব্যাট উঁচু করে উদযাপন করেন তিনি।
এরপর থামেননি মিনহাস। ৪১তম ওভারে তিনি দেড়শ পূর্ণ করেন। সেই শটটি ছিল স্কয়ার লেগ দিয়ে চার। তখন পাকিস্তানের রান ২৮৬ ছাড়িয়ে যায়। একই ওভারে আসে ছক্কাও।
৪২তম ওভারে শেষ হয় তার ইনিংস। দিপেশের স্লোয়ার বলে বড় শট খেলতে গিয়ে উইকেট দেন তিনি। বলটি উড়ে যায় ওয়াইড মিড অনে। সীমানা থেকে দৌড়ে ক্যাচ নেন চৌহান।
মিনহাসের বিদায়ের সময় পাকিস্তানের রান ছিল ৩০২। তার ইনিংসে ভর করেই পাকিস্তান টিকে ছিল ম্যাচে। তার বিদায়ের পর অলআউটের শঙ্কাই তৈরি হয়েছিল এক পর্যায়ে। তবে শেষমেশ তা সামলে ৩৫০ ছুঁইছুঁই স্কোর গড়ে দলটা।
