Logo
Logo
×

খেলা

আইপিএলে সুযোগ পেতে যা করতে হবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

আইপিএলে সুযোগ পেতে  যা করতে হবে

পেস বোলার নাহিদ রানার জাতীয় দলে খেলার স্বপ্ন ইতোমধ্যে পূরণ হয়েছে। এবার ইন্ডয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পাওয়ার অপেক্ষা। 

তরুণ এই পেস বোলার জানিয়েছেন, জাতীয় দলে ভালো করলে আইপিএলে বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ এমনিতেই আসবে। 

পিএসএলে ডাক পেলেও নাহিদ রানা কোনো ম্যাচ খেলতে পারেননি। আবির্ভাবে হইচই ফেলে দেওয়া এই পেসার নাম দিয়েছিলেন আইপিএলেও। তবে এখন পর্যন্ত আইপিএলে দল পাওয়া হয়নি তার।

তবে আইপিএলে নিয়মিত মুখ হয়ে ওঠা মোস্তাফিজুর রহমান নাহিদের সাথেই জুটি বেঁধে খেলবেন রংপুর রাইডার্সে।

নাহিদ বলেন, যখন মোস্তাফজ ভাইয়ের সাথে থাকি অনেক কিছু শেয়ার করে। আমিও এগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সামনে সুযোগ এলে জিনিসগুলো কাজে লাগাব।

তরুণ এই পেসার আরও বলেন, ফিজ ভাইয়ের মতো বোলার বিশ্বে খুব কমই আছে। বিশ্ব ক্রিকেটে ডমিনেট করে খেলছে মাশাআল্লাহ। উনার সাথে খেলতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। অনেক কিছু শেখার আছে। জাতীয় দলে খেলেছি, ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে পারছি।

নাহিদ বলেন, স্বপ্ন একটাই ছিল, জাতীয় দলে খেলা। সামনে জাতীয় দলে ভালো করলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই সুযোগ আসবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম