|
ফলো করুন |
|
|---|---|
আবু ধাবিতে আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম ওভারে খরুচে বোলিংয়ের পর দ্বিতীয় ওভারে দুর্দান্ত বোলিংয়ে ৪ বলে ৩ উইকেট নেন কাটার মাস্টার।
রোববার দুবাই ক্যাপিটালসের হয়ে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে ৩ উইকেটে ১১০ রানের শক্ত অবস্থানে ছিল জায়ান্টস। পরের ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজ।
এক বল বাকি থাকতে ১৫৬ রানে গুটিয়ে যায় জায়ান্টস। ক্যাপিটালস ৬ উইকেটে জিতে যায় চার বল বাকি থাকতে।
দারুণ বোলিংয়ে আসরে প্রথমবার ম্যাচ-সেরার স্বীকৃতি পেয়েছেন মোস্তাফিজ।
দ্বিতীয় ওভারে প্রথম বল হাতে পেয়ে একটি করে চার ও ছক্কা হজম করেন মুস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার এই ওভারে দেন ১৩ রান।
চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরেই জাদু দেখান তিনি। ওভারের শুরুটা যদিও ভালো ছিল না। প্রথম বলে চার মারেন জেমস ভিন্স। এরপর হয় ওয়াইড।
দ্বিতীয় বলে স্লোয়ার লেংথ ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন ভিন্স। মুস্তাফিজ যদিও বুঝতেই পারেননি যে, ব্যাটসম্যানের ব্যাটে লেগেছে বল!
তৃতীয় বলে আসে সিঙ্গল। পরের বলে স্লোয়ারে ব্যাটে লেগে বোল্ড হন আজমাতউল্লাহ ওমারজাই। পরের বলেই আসে আরেকটি উইকেট। দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন এবার শন ডিকসন।
হ্যাটট্রিক ডেলিভারি ঠেকিয়ে দিতে পারেন মার্ক অ্যাডায়ার। ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ।
এক ম্যাচ আগে এমআই এমিরেটসের বিপক্ষেও এক ওভারে ৩ উইকেট নিয়েছিলেন তিনি, স্রেফ ১ রান দিয়ে।
অষ্টাদশ ওভারে দুটি চারে মুস্তাফিজ দেন ১১ রান। নিজের ও ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আরেকটি উইকেট পেতে পারতেন তিনি। কিন্তু এক্সট্রা কাভারে আয়ান আফজাল খানের ক্যাচ ফেলেন মোহাম্মাদ নাবি। প্রথম দুই বলে ২ রানের পর, টানা তিন বলে রান আউট হন তিন ব্যাটসম্যান। এর মধ্যে দুজন আউট হন দ্বিতীয় রানের চেষ্টায়। ওভারে আসে ৪ রান।
সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিষেক আসরে ৭ ম্যাচে মোস্তাফিজের শিকার ১৪ উইকেট।
