Logo
Logo
×

খেলা

ইউরোপিয়ান ক্লাবে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

ইউরোপিয়ান ক্লাবে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার

বয়স ৪০ পেরিয়ে গেছে এবং থিয়াগো সিলভা তার ক্যারিয়ারের সোনালি সময়ও অতীতে ফেলে এসেছে। তবে সাবেক চেলসি ও পিএসজির সাবেক এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার আবারও ইউরোপে ফিরে এসেছেন। ৪১ বছর বয়সী সিলভা বর্তমানে পোর্তোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, পর্তুগিজ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেছে।

নিজ প্রজন্মের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে পরিচিত ছিলেন সিলভা। তিনি ফ্লামিনেন্সে দুই বছর কাটানোর পর পোর্তোতে যোগ দিয়েছেন। এর আগে, ২০০৪-০৫ মৌসুমে ক্যারিয়ার শুরুতে পোর্তো-বি দলের হয়ে খেলেছিলেন সিলভা এবং এখন আবার সেই ক্লাবেই ফিরে এসেছেন।

পোর্তো-বি দলের পর তিনি ডিনামো মস্কোতে খেলেছেন, তারপর ফ্লামিনেন্সের সিনিয়র দলে জায়গা পেয়েছিলেন। ব্রাজিল থেকে চলে গিয়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেন, এবং ২০১২ সালে পিএসজিতে পাড়ি জমান। মিলানের হয়ে সিরি-এ শিরোপা জয় করেছেন সিলভা।

পিএসজির হয়ে সাতটি ফরাসি লিগ শিরোপা জয়ের পর, ২০২০ সালে চেলসিতে যোগ দেন তিনি। চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে তার ক্যারিয়ারের আরও একটি বড় সাফল্য আসে। এখন পর্যন্ত ৩২টি শিরোপা আছে সিলভার ঝুলিতে। বর্তমানে পোর্তো প্রিমিয়েরা লিগে শীর্ষে রয়েছে। সিলভা এই ক্লাবের হয়ে আরও একটি শিরোপা জয় করার স্বপ্ন তো তাই দেখতেই পারেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম