Logo
Logo
×

খেলা

সৌদির যে অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

সৌদির যে অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

দেশে খেলাধুলার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে সৌদি আরব। আন্তর্জাতিক ম্যাচে ভালো করার দিকে মনোযোগ দিচ্ছে সৌদি ক্রিকেট বোর্ড।

এরই পরিপ্রেক্ষিতে খেলোয়াড় ও কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করেছে সৌদি আরব। তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিসিবি। 

সৌদি আরবের পরিকল্পনা টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদে তাদের হয়ে খেলানোর। এর আগে এমন কৌশল ব্যবহার করেছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সৌদি দুই মাস আগে কোচ ও খেলোয়াড় চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি না বলেছেন।

আমিনুল বলেন, ‘তারা আমাদের কাছে খেলোয়াড় চেয়েছিল, পুরুষ ও নারী দুই বিভাগ থেকেই। পরে তারা কোচও চেয়েছিল। কিন্তু আমি কীভাবে নিজের দেশের স্বার্থের বিনিময়ে তাদেরকে খেলোয়াড় সরবরাহ করতে পারি?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম