তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
|
ফলো করুন |
|
|---|---|
তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে। এই জয়ের মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় কিউইরা। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল নিউজিল্যান্ড।
সোমবার (২২ ডিসেম্বর) পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৪৩ রান নিয়ে। দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে ওপেনিং জুটি স্কোর এগিয়ে নেয় ৮৭ রানে। তবে এরপরই ধস নামে ব্যাটিংয়ে। মাত্র ৫১ রানের ব্যবধানে শেষ ১০ উইকেট হারিয়ে ইনিংস গুটিয়ে যায় ক্যারিবীয়দের।
ওপেনার ব্র্যান্ডন কিং ৯৬ বলে ৬৭ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১০৫ বলে করেন ১৬ রান।
এই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন ডেভন কনওয়ে। রেকর্ডগড়া পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পুরস্কার জিতেছেন ডাফি।

