ভারতের নামে আইসিসিতে অভিযোগ জানাবে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণ নিয়ে সোচ্চার হচ্ছে পাকিস্তান। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণের অভিযোগে আইসিসির দ্বারস্থ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিজেই এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ ১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জয়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরীফের অভ্যর্থনা পেয়েছে পাকিস্তান দল। উপস্থিত ছিলেন পিসিবি সভাপতিও। নাকভি সেখানে বলেন, ভারতীয় দলের খেলোয়াড়দের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।
নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের উত্তেজিত করছিল ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে পাকিস্তান। রাজনীতি ও ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।’
দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে বেশ কয়েকবারই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই হয়েছে। দুই দলের তর্ক থামাতে হস্তক্ষেপ করতে হয়েছিল আম্পায়ারদের। যদিও ফাইনাল ম্যাচে ব্যাটে বলে লড়াই করতেই ব্যর্থ হয়েছে ভারত। তারা পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরেছে।
এরআগে ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণ নিয়ে কথা বলেছিলেন পাকিস্তান অনুর্ধ্ব ১৯ দলের কোচ সরফরাজ আহমেদ।
