|
ফলো করুন |
|
|---|---|
মাত্র ১৫ বলে ফিফটির রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান তারকা লরা হ্যারিস। তিনি উইমেন সুপার স্ম্যাশে ওটাগোর হয়ে এই রেকর্ড গড়েন। এই রেকর্ড গড়ার পথে নারী ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির তালিকায় ইংলিশ ক্রিকেটার মেরি কেলির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২০২৩ সালে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে নেমে মাত্র ১৫ বলে অর্ধশতক করেছিলেন মেরি কেলি। এতদিন ধরে সেই রেকর্ডটি অক্ষুণ্নই ছিল। অবশ্য এখনও ভাঙতে পারেননি কেউ।
বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি অজি হার্ডহিটার ব্যাটার লরা হ্যারিস। তবে নিজ দেশের টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের আক্ষেপ মেটালেন নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে।
প্রথমবারের মতো সুপার স্ম্যাশে খেলছেন লরা। আর আজই ছিল তার অভিষেক। নিজের প্রথম ম্যাচটি স্মরণীয় করেই রাখলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ক্যান্টারবারি নারী দলের বিপক্ষে খেলতে নামে ওটাগো। ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় লরা হ্যারিস বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দেন। তার ব্যাটিং তাণ্ডবের সুবাদে ৬ উইকেটে জয় পায় দল। মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করে ১৭ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৫২ রানে ফেরেন লরা হ্যারিস।
