|
ফলো করুন |
|
|---|---|
চলমান বিপিএল শুরুর ঠিক আগে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিতে বাধ্য হয়েছে বিসিবি। তাতে দলটার কপালে জুটে গেছে ‘কমিটির টিম’ ট্যাগ। এবার পাকিস্তান সুপার লিগও একই পথ ধরে হাঁটছে। মুলতান সুলতানস চালানোর দায়িত্ব নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী মৌসুম থেকেই দলটি পরিচালনা করবে পিসিবি।
২০২১ সালের পিএসএল চ্যাম্পিয়ন মুলতান সুলতানস লিগের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি। ২০১৮ সালে অন্য দলগুলোর চেয়ে বেশি দামে দলটি কেনা হয়। এত দিন দলটির মালিক ছিলেন আলি খান তারিন। বোর্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় এখন দলটির দায়িত্ব নিচ্ছে পিসিবি।
গত এক বছরে পরিস্থিতি আরও খারাপ হয়। তারিন পিএসএলের স্বচ্ছতা, পরিচালনা ও যোগাযোগ নিয়ে বারবার প্রশ্ন তোলেন। এতে অস্বস্তিতে পড়ে পিসিবি। একপর্যায়ে তাকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। না হলে কালো তালিকাভুক্ত করার হুমকি দেওয়া হয়। পরে একটি ভিডিওতে সেই নোটিশ ছিঁড়ে ফেলেন তারিন।
এরপর বোর্ড অভিযোগ করে, পিসিবি ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে হওয়া ১০ বছরের চুক্তির কয়েকটি শর্ত ভঙ্গ করেছেন মুলতানের মালিক। সতর্কবার্তা উপেক্ষা করায় শেষ পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে পিসিবি।
রোববার গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, ‘এ বছর পিসিবি নিজেই মুলতান সুলতানস পরিচালনা করবে। পরের পিএসএল শেষ হলে আল্লাহ চাইলে নিলামের মাধ্যমে নতুন মালিকের কাছে দলটি হস্তান্তর করা হবে।’
তিনি আরও জানান, আগামী আট থেকে দশ দিনের মধ্যে দলের জন্য একজন ‘অ্যাক্টিং হেড’ নিয়োগ দেওয়া হবে। তিনি সম্ভব হলে একজন পেশাদার ক্রিকেটার হবেন। উদ্দেশ্য হবে দলের কাজ স্বাভাবিক রাখা।
এই সিদ্ধান্ত এসেছে পিএসএলের জন্য গুরুত্বপূর্ণ সময়ে। ২০২৬ সাল থেকে লিগে আটটি দল খেলবে। সাত বছর পর এটি পিএসএলের প্রথম বড় পরিবর্তন। নতুন দুটি দলের জন্য ৮ জানুয়ারি ইসলামাবাদে নিলাম হবে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্য থেকে ১০ জন দরদাতা চূড়ান্ত করা হয়েছে।
এ নিয়ে জল্পনা আছে, আলি খান তারিন নতুন দল কিনে লিগে ফিরতে পারেন। তবে পিসিবি চেয়ারম্যান বিষয়টি সহজভাবে দেখছেন। নাকভি বলেন, ‘মুলতান সুলতানসের জন্য আলি অনেক কাজ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে যা হয়েছে, তা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে নিয়ম অনুযায়ী আমরা তাকে অবশ্যই স্বাগত জানাব। তিনি যদি নতুন দল নিতে চান, তাহলে অবশ্যই নেওয়া উচিত।’
পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে নতুন মূল্যায়নে চুক্তি নবায়ন করেছে। তবে আসন্ন মৌসুমের আগে মুলতান সুলতানস বিক্রি করা হবে না। নাকভি জানান, দলের কার্যক্রম ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘মুলতান সুলতানসের প্রতি এখন অনেক আগ্রহ আছে। কিন্তু পাকিস্তানে পিপিআরএ নিয়ম মানতে হয়।’ তিনি যোগ করেন, ‘এর জন্য আন্তর্জাতিক বিজ্ঞাপন দিতে হয়। এরপর প্রায় দুই মাস অপেক্ষা করতে হয়। এই প্রক্রিয়া এখন শেষ করা সম্ভব নয়।’
নাকভি জানান, নতুন দুটি দলের প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। তাই মুলতানকে ওই নিলামের সঙ্গে যুক্ত করা যায়নি। তিনি বলেন, ‘এই প্রক্রিয়া শেষ হলেই আমরা দলটি বিক্রি করব।’
পিএসএলের ১১তম আসর শুরু হবে ২৬ মার্চ। চলবে ৩ মে পর্যন্ত। আবারও আইপিএলের সঙ্গে সময় মিলছে। বিদেশি তারকাদের টানতে বেতন ও পুরস্কারের অর্থ বাড়ানো হয়েছে। পিসিবি চেয়ারম্যান জানান, ২৩ মার্চ থেকে টুর্নামেন্ট শুরুর বিষয়েও আলোচনা চলছে। এতে পাকিস্তান দিবসের সঙ্গে উদ্বোধনের সুযোগ মিলতে পারে।
