পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার খেলছে নোয়াখালী এক্সপ্রেস। এই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সে কারণে বিপিএলের মাঠে নিয়মিত দেখা যাচ্ছে তাকে।
এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় রাখা হয়েছে বিশেষ চমক। দেশীয় তারকার পাশাপাশি আনা হয়েছে আন্তর্জাতিক মানের বিদেশি উপস্থাপক। খেলাধুলা আর তারকাদের উপস্থিতিতে টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। মাঠের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ চলাকালে পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস মাঠে ডাকেন পলাশকে। তিনি পলাশকে নোয়াখালী এক্সপ্রেস নিয়ে কয়েকটি প্রশ্ন করেন। পলাশ সাবলীলভাবেই উত্তর দেন।
এরপর জয়নব এমন একটি প্রশ্ন করেন, যা শুনে চমকে যান পলাশ। পাক উপস্থাপিকা পলাশকে রোকেয়ার কথা জিজ্ঞেস করেন। জবাবে ব্যাচেলর পয়েন্ট তারকা অবাক হয়ে বলেন, ‘ওহ মাই গড, তুমি কি রোকেয়াকে চেনো?’ জবাবে জয়নব বলেন, ‘হ্যাঁ, আমি চিনি।’
পলাশ তখন হাসতে হাসতে বলেন, ‘ওহ, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে। ইভা আমেরিকায়। আর আমি সিলেটে। নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখছি।’
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এক রহস্যময় চরিত্র রোকেয়া। সে কাবিলার প্রেমিকা। এই চরিত্রটি কখনো প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে ইভা চরিত্রটি কাবিলা ও তার বন্ধুদের ক্রাশ। ইভা একজন নৃত্যশিক্ষক। এই চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা।
