Logo
Logo
×

খেলা

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন এই পাকিস্তানি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন এই পাকিস্তানি

বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়েলসের হয়ে খেলতে এসেই আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন আশরাফ।

বিপিএলে এক ইনিংসে একাধিকবার ৫ উইকেট নেওয়া তৃতীয় পেসার হলেন ফাহিম আশরাফ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রানে নিয়েছেন ৫ উইকেট। এবার ফাহিম ৫ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে।

এর আগে এ বছরের জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে এমন কীর্তি গড়েছিলেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। ফাহিমের আগে তাসকিন আহমেদ, থিসারা পেরেরার বিপিএলে এক ইনিংসে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন।

তাসকিন, পেরেরাও এমন কীর্তি গড়েন দুটি আলাদা দলের হয়ে। এ বছরের জানুয়ারিতে মিরপুরে দুর্বার রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার এই বোলিং বিপিএল ইতিহাসেই সেরা। এর আগে ২০১৬ বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।

আর থিসারা পেরেরা ২০১৫ ও ২০১৯ সালে রংপুর রাইডার্স ও ঢাকা প্লাটুনের হয়ে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ২০১৫ সালে পেরেরা খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ২০১৯ সালে তার প্রতিপক্ষ ছিল কুমিল্লা ওয়ারিয়র্স।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম