|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র্যাংকিং অনুসারে তিন ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে ৩৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে সাকিব। ৩৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
টি-টোয়েন্টির ফরম্যাটে অলরাউন্ডার তালিকায়ও শীর্ষস্থান সাকিবের দখলে। টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিংয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাকিবের কাছাকাছি কেউ নেই। বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার ৩৫৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন। ৩৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। ২৭৫ পয়েন্টে তিনে অবস্থান আফগানিস্তানের মোহাম্মদ নবী। তবে টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব বোলিংয়ে দশম পজিশনে। আর ব্যাটিংয়ে ২৯তম।
টেস্টের সাদা পোশাকে অলরাউন্ডার তালিকায় ৪৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে সাকিব। সাদা পোশাকের ক্রিকেটে র্যাংকিংয়ের দুইয়ে থাকা ভারতীয় ক্রিকেটার রবিন্দ্র জাদেজার পয়েন্ট ৩৯১।
রোববার নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (২-১) জিতে র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছে পাকিস্তান। সদ্য সমাপ্ত সিরিজটিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন সফরকারী দলের ব্যাটিং জিনিয়াস বাবর আজম ও বাঁহাতি কিউই স্পিনার মিচেল স্যান্টনার। ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন দু’জন।
শীর্ষে থেকে সিরিজ শুরু করা নিউজিল্যান্ডের কলিন মুনরো চার নম্বরে নেমে গেছেন। দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫০। বাবর দ্বিতীয় পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টি-২০ র্যাংকিংয়ের টপ পজিশনে উঠে এসেছেন। এর আগে ২০০৯ সালে র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন মিসবাহ উল হক।
শীর্ষ পাঁচ ব্যাটসম্যান: বাবর আজম, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, কলিন মুনরো, এভিন লুইস।
শীর্ষ পাঁচ বোলার: মিচেল স্যান্টনার, রশিদ খান, ইশ শোধি, জাসপ্রিত বুমরাহ, স্যামুয়েল বদ্রি।
সেরা পাঁচ অলরাউন্ডার: সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবী, মারলন স্যামুয়েলস, জেপি ডুমিনি। ওয়েবসাইট।
