Logo
Logo
×

খেলা

ভোট দিলেন মাশরাফি ও তার স্ত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৫ এএম

ভোট দিলেন মাশরাফি ও তার স্ত্রী

সারাদেশে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার দিনভর চলবে ভোটগ্রহণ। আনন্দচিত্তে ভোট দিলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তার  স্ত্রী সুমনা হক সুমি। দুপুরে নড়াইল টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ভোট দেন তারা।

প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাশরাফি। এবার নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ম্যাশ। সেখানে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

ভোট দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি-সুমি দম্পতি। তারা জানান, এখন পর্যন্ত প্রায় ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির খবর পওয়া যায়নি।

মাশরাফি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম