প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪০০তম গোলের মাইলফলক গড়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
চলতি মৌসুমে গোল ছন্দেই আছেন তিনি। এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন গোলমেশিন মেসি। এর মধ্যে ১৭ গোলই তার লা লিগায়।
লা লিগার গত ৫ ম্যাচে ৮ বার বিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি। ৮ গোলের মধ্যে লেভান্তের বিপক্ষে একটি হ্যাটট্রিক রয়েছে।
বিশ্ব যখন মেসির প্রশংসায় পঞ্চমুখ তখন জানা গেল ভিন্ন একটি কথা।
তাহলো বিশ্বে এ সময়ের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় নেই এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর!
তবে দ্বিতীয় কী! সেখানেও স্থান করে নিয়েছেন গত বিশ্বকাপের বিস্ময় ফরাসি তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
কেপিএমজি নামক প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
গবেষণাটি জানিয়েছে, বর্তমানে সবচেয়ে দামি খেলোয়ার হচ্ছেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। এরপরের স্থানটি পিএসজি ক্লাব সতীর্থ এমবাপ্পের।
তারা জানাচ্ছে, বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চেয়েও দামি পিএসজির এই দুই ফুটবলার।
তথ্য অনুযায়ী, নেইমারের বর্তমান বাজারমূল্য ২২৯ মিলিয়ন ইউরো। তার সতীর্থ কিলিয়ান এমবাপ্পের বাজারমূল্য ২১৫ মিলিয়ন ইউরো।
সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি। বর্তমানে তার বাজারমূল্য ২০৩ মিলিয়ন ইউরো।
তবে বিশ্বের দুই দামি ফুটবলার পিএসজিতে থাকা সত্ত্বেও ক্লাবটির বার্ষিক পারিশ্রমিকের পরিমাণ মেসির ক্লাব বার্সেলোনার পারিশ্রমিকের চেয়ে অনেক কম।
কেপিএমজির রিপোর্ট অনুযায়ী, গত বছর লিভারপুল থেকে রেকর্ড পরিমাণ অর্থ ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোকে কিনে আনে বার্সেলোনা।
কৌতিনহোসহ সব মিলিয়ে তাদের স্টাফ পারিশ্রমিক হিসেবে ব্যায় হয়েছে ৫৬২ মিলিয়ন ইউরো।
বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা পিএসজি গত বছর ফুটবলারদের পারিশ্রমিক হিসেবে ব্যায় করেছে ৩৩২ মিলিয়ন ইউরো।