Logo
Logo
×

খেলা

`পঙ্গপাল' আতঙ্কে রাশিয়া বিশ্বকাপ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:১২ পিএম

`পঙ্গপাল' আতঙ্কে রাশিয়া বিশ্বকাপ

বিশ্বকাপ প্রস্তুতির শেষ সময়টায় এসে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে রাশিয়া। দেশটির একজন কৃষি কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপের মাঠগুলো পঙ্গপালের হামলার ঝুঁকিতে আছে।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের শস্য চাষ বিভাগের প্রধান পিওতর চেকমারেভ মস্কোতে কৃষিবিষয়ক এক অনুষ্ঠানে জানান, বিশ্বকাপে খেলা চলার সময় পঙ্গপালের হামলা হলে তা হবে বড় ধরনের কেলেঙ্কারি। “পুরো বিশ্বের লোক এখানে আসবে। ফুটবল মাঠগুলো সবুজ। পঙ্গপাল সবুজের সমারোহ পছন্দ করে। যেখানে ফুটবল খেলা হচ্ছে, সেই জায়গায় তারা কিভাবে না এসে পারে?”

জুন-জুলাইয়ে রাশিয়াজুড়ে ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা। এর মধ্যে শঙ্কাটা বেশি দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদ নিয়ে। ওই অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে পঙ্গপালের উপদ্রব দেখা গেছে।

পরিবেশবান্ধব স্টেডিয়ামগুলোর জন্য ফিফার প্রশংসা পেয়েছিল আয়োজকরা। এখন তাদের বড় উদ্বেগের নাম সবুজ পাগল পতঙ্গ। ১৪ জুন মস্কোয় রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে থেকে শুরু হবে বিশ্বকাপ। ওয়েবসাইট। 

পঙ্গপাল আতঙ্ক রাশিয়া বিশ্বকাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম