Logo
Logo
×

খেলা

দুই বছরের জন্য নিষিদ্ধ জয়সুরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১০ এএম

দুই বছরের জন্য নিষিদ্ধ জয়সুরিয়া

সনাৎ জয়সুরিয়া। ছবি: সংগৃহীত

আচরণবিধি ভঙ্গের কারণে সনাৎ জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

এই সময়ের মধ্যে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না শ্রীলংকার বিশ্বকাপজয়ী দলের এ সদস্য।

জয়সুরিয়াও তার দোষ স্বীকার করে নিয়েছেন। আর এর পরই তার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন শাখা।

শ্রীলংকার হয়ে ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিকেট খেলেন জয়সুরিয়া। জাতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৮৬ ম্যাচ খেলে ৪২ সেঞ্চুরির সাহায্যে ২১ হাজার ৩২ রান করেন।

ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর সংগঠকের ভূমিকা পালন করেন ৪৯ বছর বয়সী সাবেক এ অধিনায়ক। 

এ ছাড়া তিনি ছিলেন শ্রীলংকা জাতীয় দলের প্রধান নির্বাচক। আর এই দায়িত্ব পালনকালেই জড়িয়ে যান দুর্নীতির সঙ্গে।

গত বছরের অক্টোবরে জয়সুরিয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনে আইসিসি। 

সনাৎ জয়সুরিয়া ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম