Logo
Logo
×

খেলা

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০৮ এএম

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। 

রবিবার দুদক কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তাকে দুই বছরের জন্য শুভেচ্ছাদূত করা হয়েছে। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ১১  সেপ্টেম্বর দুদক কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। ওই সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাকে শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব দেন। 

দুদক চেয়ারম্যানের প্রস্তাবে ওই দিনই সম্মতি জানিয়েছিলেন সাকিব আল হাসান। 

এর পাঁচ মাস পর আজ আনুষ্ঠানিকভাবে সাকিবকে দুদকের শুভেচ্ছাদূত করা হল।

সাকিব দুদক শুভেচ্ছাদূত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম