বিশ্বকাপে ইংল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ উপলক্ষে ইয়ন মার্গানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। দলে জায়গা পেয়েছেন দুই মুসলিম ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ।
আজ বুধবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত এ দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আগামী ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রথমে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়া ও ভারত। মঙ্গলবার দল ঘোষণা করে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিশ্বকাপে ইংল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ উপলক্ষে ইয়ন মার্গানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। দলে জায়গা পেয়েছেন দুই মুসলিম ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ।
আজ বুধবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত এ দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আগামী ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রথমে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়া ও ভারত। মঙ্গলবার দল ঘোষণা করে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।