সাকিবকন্যা আলায়না হাসান অউব্রে
|
ফলো করুন |
|
|---|---|
বাবা বিশ্ব সেরা অলরাউন্ডার। ক্রিকেট দুনিয়ায় সুপরিচিত মুখ সাকিব আল হাসান। ব্যাট বল নিয়ে একজন সাকিব হবার স্বপ্ন নিয়ে মাঠে নেমে পড়ে দেশ বিদেশের বহু ক্ষুদে ক্রিকেটার।
কিন্তু সাকিব তনয়ার ক্রিকেটের ব্যাটে বলে তেমন ঝোঁক নেই। ফুটবল খেলতে বেশ পছন্দ তার।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাবার সঙ্গে ফুটবলে মজে উঠেছিল এ রাজকন্যা। এটুকু বয়সেই মনে হয় ফুটবলের প্রেমে পড়েছে আলায়না হাসান অউব্রে। তবে কি বাবার মতো ক্রিকেটার হওয়ার ইচ্ছে নেই সাকিবকন্যার?
