মোহাম্মদ সামির গতিতে বিশ্বকাপ ঘরে তুলবে ভারত: বরুণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০১৯, ০১:৩৪ পিএম
মোহাম্মদ সামি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় দলের একমাত্র মুসলিম ক্রিকেটার মোহাম্মদ সামি। তার গতিতে বিশ্বকাপ ট্রফি জিতবে ভারত। এমনটিই বলছেন ভারতের তারকা পেস বোলার বরুণ অরুণ।
ভারতের হয়ে টেস্ট-ওয়ানডে মিলে ১৮ ম্যাচে ২৯ উইকেট শিকার করা বরুণ অরুন বলেন, এবার আমাদের বিশ্বকাপ জেতার ভালো সামর্থ্য আছে । বাইরের কন্ডিশনের সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতাসম্পন্ন খেলোয়াড়রাই দলে আছে। ভারতের ব্যাটিং লাইনআপ অসাধারণ। বোলাররাও দারুণ করছে। আমাদের ভুবনেশ্বরের মতো সুইং বোলার, সামির গতি ও বুমরাহের ডেথ ওভারে দারুণ বোলিং করার সামর্থ্য রয়েছে। আমি মনে করি, সামিরা ভারতকে বিশ্বকাপ এনে দেবে।
বিশ্বকাপের বিশ্ব আসর শুরু হবে আগামী ৩০ মে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ২২তম ম্যাচে লড়াই করবে দুই চির প্রতিদ্বন্দ্বি দল ভারত-পাকিস্তান। আর এই ম্যাচ নিয়ে ভারতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া বরুণ অরুণ বলেন, পাকিস্তানের থেকে অনেক ভালো দল ভারত। তাদের বিপক্ষে জয় না পাওয়ার কোনো কারণই নেই।
সীমান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আইসিসির ইভেন্ট ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দেখা সাক্ষাৎ হয় না।
সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতে নেয় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বরুণ অরুণ বলেন, ভারত-পাকিস্তানের থেকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচই এখন বেশি উত্তাপ ছড়াবে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আগের মতোই থাকবে। তবে যেকোনো একটা ম্যাচ বেছে নিতে বলা হলে আমি ভারত-অস্ট্রেলিয়াই নেবো।
